জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়াই মাদ্রাসা ছাত্র সংসদের উদ্যোগে সিরাতুন্নবী (স.) কুইজে অংশ নিয়ে কম্পিউটার পেল শিক্ষার্থী
- Updated Oct 08 2023
- / 155 Read
সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের দক্ষিণ মধুয়াই জামেয়া এমদাদিয়া মাদ্রাসার উদ্যোগে মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী (স.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ীকে কম্পিউটার, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে বাইসাইকেল, তৃতীয় পুরস্কার বিজয়কে বুক সেলফ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
গতকাল শনিবার দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক বাহার।
মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম’র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক ভূঁইয়া সাইমুন, ভূমি কর্মকর্তা মাস্টার মোহাম্মদ ইয়াছিন, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক ভূঁইয়া, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, ওমান প্রবাসী মীর আহমদ মীরু, ব্যবসায়ী ওমর ফারুক, ইউপি সদস্য মোহাম্মদ হানিফ।
বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি লুৎফুল হক সেলিম, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম মিয়া, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা আব্দুল কাদের, মোহাম্মদ আরাফাত হোসেন, মাওলানা সানা উল্লাহ, মাওলানা নুরুল আলম, মাওলানা ইমরান সুলতানি, ইউপি সদস্য শেখ কামাল, মোশারফ হোসেন সবুজ, মাহফুজ মিয়া। মাদ্রাসার ছাত্র সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ নাঈমুল ইসলাম, মো. আরমান উল্লাহ, মোহাম্মদ আব্দুল মান্নান ও ইয়াহিয়া মাহমুদ।
মাদ্রাসা ছাত্র সংসদের আয়োজনে উক্ত কুইজ প্রতিযোগিতায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২১জনকে পুরস্কৃত করা হয়। এ সময় বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। মহানবী (স.) জীবনের প্রতিটি ক্ষেত্রই আমাদের জন্য শিক্ষনীয়। সুতরাং এ বিষয় নিয়ে যত আলোচনা হবে ততই নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত